• Breaking News

    এন্ড্রয়েড কি? (What is Android?)

    এন্ড্রয়েড কি? (What is Android?)

    এন্ড্রয়েড হলো স্মার্টফোনের জন্য তৈরি এক ধরনের অপারেটিং সিস্টেম, যেখানে মিডলওয়্যার (একাধিক এপ্লিকেশনের মধ্যে সহজ যোগাযোগের জন্য মিডলওয়্যার (Middleware) ব্যবহৃত হয়ে থাকে) ও কিছু বিল্ট-ইন এপলিকেশনও রয়েছে। ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার যেমন উইন্ডোজ এক্সপি, ভিসতা, উইন্ডোজ ৭, ম্যাক ওএস, লিনাক্স নামের বিভিন্ন অপারেটিং সিস্টেমে চলে তেমনি স্মার্ট মোবাইল ফোনের (স্মার্টফোনর) একটি অপারেটিং সিস্টেমের নাম এন্ড্রয়েড। এই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি বাজারে নিয়ে আসে গুগল। স্মার্টফোনর –এর আরো কিছু অপারেটিং সিস্টেম- নকিয়ার সিম্বিয়ানঅ্যাপলের iOSমাইক্রোসফটের উইন্ডোজ ফোন ইত্যাদি।

    এন্ড্রয়েড ফোন বা এন্ড্রয়েড মোবাইল (Android Phone or Android Mobile)

    সহজ ভাষায় বলা যায়, যেসব মোবাইল ফোন এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে সেগুলোকেই এন্ড্রয়েড ফোন বা এন্ড্রয়েড মোবাইল বলে। এসার (Acer), অ্যালকেটেল (Alcatel), ডেল (Dell), গিগাবাইট (Gigabyte), এইচটিসি (HTC), হুয়াই (Huawei), এলজি (LG), মটোরোলা (Motorola), নেক্সাস (Nexus), সনি (Sony), স্যামসাং (Samsung), টি-মোবাইল (T-Mobile), তোশিবা (Toshiba), ভোডাফোন (Vodaphone), জেডটিই (ZTE) প্রভৃতি বড় বড় প্রায় সব কোম্পানী এই এন্ড্রয়েড মোবাইল তৈরি করে থাকে। তবে এই ধরনের বড় বড় সব কোম্পানীর এন্ড্রয়েড ফোন বাংলাদেশের বাজারে পাওয়া যায় না। এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে যে সমস্ত কোম্পানীর এন্ড্রয়েড ফোন পাওয়া যাচ্ছে তা হলঃ সনি (Sony), স্যামসাং (Samsung), এলজি (LG), মটোরোলা (Motorola), এইচটিসি (HTC),মাইক্রোম্যাক্স (Micromax), সিমফোনি (Symphony), ওয়ালটোন (Walton)। এছাড়া আরও কিছু কিছু কোম্পানী বর্তমানে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে মোবাইল ফোন তৈরি করছে। তবে বাংলাদেশে গ্রাহক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সনি, স্যামসাং, সিমফোনি, ওয়ালটোন ও মাইক্রোম্যাক্স –এর স্মার্টফোন গুলো।

    1 টি মন্তব্য:

    1. Fair Play Casino Bonus Code - SHARPECASINO.COM
      Fair Play is a casino online powered by a global community of dedicated fans, offering players an 메리트카지노 easy way to fun88 vin win starvegad with bonuses, instant play,

      উত্তরমুছুন