• Breaking News

    ফাইভার (Fiverr.Com) কি এবং কেমন

    ফাইভার (Fiverr.Com) কি এবং কেমনঃ- 

    Fiverr

    ফাইভার হচ্ছে ছোট একটা মার্কেটপ্লেস। কিন্তু কাজের ক্ষেত্র বর্তমানে এত বড় হয়েছে যে, এখানে কাজ কখনো ফুরাবে না।
    ছোট এই জন্যে বলে এখানে ৫ডলার থেকে শুরু। এবং সেটা ১৫০০+ ডলার পর্যন্ত বা বেশিও হতে পারে। এটা কাজের উপর ডিপেন্ড করে।
    আর এটাতে বর্তমানে আপওয়ার্ক , ফ্রিলান্সার এর মতোই বড় বড় প্রজেক্ট পাওয়া যায়। এছাড়া আরও ছোট মার্কেটপ্লেস আছে। তবে ওগুলো ফাইভার এর মতো এতো জনপ্রিয়তা পায়নি।
    ---
    ফাইভার এখন এমন একটা জায়গা যেখানে কাজ শিখে সহজে কাজ পাওয়া যায়, একটু চেস্টা করলে। তবে অবশ্যই কাজ জেনে কাজে নামতে হবে।
    শুনলাম, একাউন্ট করলাম লাভ নেই। আগে কাজ ভালো ভাবে শিখুন, ফাইভার কি জিনিস তা বুঝুন। ওদের রুলস ফলো করুন।
    একটা কথা, ফাইভার রুলস এর ব্যপারে সুপার স্ট্রিক। একটু এদিক সেদিক করলেই আপনার সোনার হরিণ একাউন্ট একদম শেষ।
    ---
    আর ফাইভার যত টা ভালো আয়ের জন্যে। ঠিক ততটাই বাঁশ দিতে পারে বায়ার এর সাথে খারাপ কিছু ঘটলে বা ওদের রুলস ব্র্যক করলে।
    তাই ফাইভারে কাজ করার ক্ষেত্রে খুব সাবধান থাকা জরুরী।
    ফাইভারে নিজের পার্সোনাল ইমেল, স্কাইপি, ফোন বা যোগাযোগ করা যায় এমন টাইপের কোন কথাই বলা যাবে না। যদি একবার বলেছেন তো ফেসেছেন। ফাইভারের অনেক গুলো খারাপ দিক ও আছে। তবে সে গুলো না ভেবে ভালো ভাবে এবং স্বচ্ছ ভাবে এগিয়ে যাওয়াই উত্তম।
    সেলার+ফাইভার সাপোর্ট= ফলাফল ০। ক্ষেত্রে বিশেষে ৫০/৫০
    বায়ার+ ফাইভার সাপোর্ট= ফলাফল ১০০% । সেলার এর কপাল পুড়ল।
    ---
    তবে বর্তমানে, নতুন অনেকেই অনেক ভালো করতেছে। মাসে ৫০০-৫০০০+ $ আয় করতেছে ফাইভার থেকে। কাজের ধরন অনুযায়ী।
    আবার অনেকে কাজ কম পেয়ে এতো লো রেটে কাজ করতেছে, এতে মার্কেট অনেকটাই ডাউন করে দিয়েছে। এতে সে যত টা লাভবান হয়েছে। তার থেকে বেশি লস হয়েছে পুরাতন সেলারদের। আমি এটার স্বীকার। 
    #happyfreelancing
    ফাইভার সম্পর্কিত প্রশ্ন থাকলে করতে পারেন। তবে অবশ্যই যারা কাজ জানেন। আর ফাইভারে কাজ করতে আগ্রহী।
    সোর্সঃ( https://www.facebook.com/GraphicSchoolBD/posts/455266728148457 )

    কোন মন্তব্য নেই